Tue. Sep 16th, 2025
Advertisements

খােলা বাজার২৪, সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭ : 81হৃদয় বিদারক মর্মান্তিক স্কুল পড়–য়া দুই শিশুর হত্যাকান্ডে জড়িতদের ফাঁসির দাবীতে উত্তাল চাঁপাইনবাবগঞ্জ। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সোচ্চার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। চাঁপাইনবাবগঞ্জে আলোচিত দুই শিশু হত্যাকারীদের ফাঁসির দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নিহত সুমাইয়া ও মালিহার হত্যাকারীদের ফাঁসির দাবীতে সোমবার সকালে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শহরের বটতলাহাট এলাকায় সমবেত হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধনে সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন। দিনমজুর, শ্রমিক, স্কুল শিক্ষার্থী, নারীপুরষ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের একটাই দাবী- হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি। উক্ত মানবন্ধনে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হান্নান, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক শহীদুল হুদা অলক, বাংলাদেশ মানবাধিকার কমিশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. সৈয়দ শাহাজামাল, জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি আব্দুল মজিদ, নিহত মালিহার মা তাজরিন খাতুন, বাবা আব্দুল মালেক, নিহত মেঘলার মা কুলসুম খাতুন, বাবা মিলন রানা, পৌর কাউন্সিলর সিদ্দিকা সিরাজুম মনিরা, সাবেক কাউন্সিলর শরিফা খাতুন বেবী, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান টিটো ও জুয়েল রানা প্রমুখ। বক্তরা অবিলম্বে জড়িতদের গ্রেফতার, অভিযুক্তদের দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবী জানান। সবশেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান করা হয়। উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ফতেপুরে নিখোজের ২ দিন পর স্কুল ছাত্রী সুমাইয়া ও মালিহার বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। এসময় প্রধান অভিযুক্ত ইয়াসিন আলীর পুত্রবধু লাকি বেগম ও ভ্যান চালক ইয়াসিন আলী ও পরে স্বর্ণকারকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। এ ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত লাকি বেগম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।