Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

images

খােলা বাজার২৪, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০১৭:

একুশ আমার
মোঃ মিজানুর রহমান

একুশ আমার সত্ত্বার চেতনার
একুশ আমার ভাষার অহংকার।
একুশ আমার নয় মাথা নোয়াবার
একুশ আমার স্ব-নামে দাড়াবার।
একুশ আমার শহীদ ভাইদের স্মরণের
একুশ আমার ইতিহাস রঞ্জিত রক্তের।
একুশ আমার বায়ান্নর ভাষা আন্দোলন
একুশ আমার অস্তিত্বের শিকড়ের কাহন।
একুশ আমার বি-নম্র  শ্রদ্ধা-সম্মান প্রদর্শনের
একুশ আমার আমারী থাকবে অম্লান চিরদিনের।
একুশ আমার নয় ভয়-ভীতি, অনুশোচনা
একুশ আমার অধিকার আদায়ের অনুপ্রেরণা।
একুশ আমার সালাম,বরকত,রফিক,শফিক,জব্বার
কিশোর অহিউল্লাহ আরো কতো নাম অজানা।
ভাই,আমরা তোমাদের কখনই ভূলে যাবো না।

লেখকঃ সাংবাদিক, কবি ও কলামিস্ট।