খােলা বাজার২৪, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০১৭: শোক ও বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিসবটি উপলক্ষে আজ মঙ্গলবার দিবাগত রাত ১২টা এক মিনিটে দিবসের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের।
ভাষা আন্দোলনে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাত ১২টা এক মিনিটে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এদিন সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনসহ অন্যান্য ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনির্মিত রাখা হয়। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল, বিভিন্ন বিভাগ, অফিসার সমিতি, শহীদ স্মৃতি সংগ্রহশালা, সহায়ক কর্মচারী সমিতি, সাধারণ কর্মচারী ইউনিয়ন, পরিবহন টেকনিক্যাল কর্মচারী সমিতি, রাবি মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, রাবি মহিলা ক্লাব, শেখ রাসেল মডেল স্কুলসহ বিভিন্ন সংগঠন। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের পশ্চিম চত্বরে আলোচনা সভা এবং সকাল ১০টায় সিনেট ভবন চত্বরে চিত্রাঙ্কন ও বাংলা হস্তলিপি প্রতিযোগিতা আয়োজন করা হয়।
এছাড়াও সকাল সাড়ে ১০টায় সহায়ক কর্মচারী সমিতি ও পরিবহন টেকনিক্যাল কর্মচারী সমিতি এবং সাধারণ কর্মচারী ইউনিয়নের নিজ নিজ কার্যালয়ে আলোচনা সভা, একই সময়ে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রাবি ইউনিট কমান্ডের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে কোরআনখানি ও বিশেষ মোনাজাত এবং সন্ধ্যা সাড়ে ৬টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এদিন বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রশালা সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে বিকেল ৫ টায় শহীদ ড. জোহা’র আত্মত্যাগ ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তার প্রভাব নিয়ে নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ড. সাজ্জাদ বকুল। এছাড়াও বিকেলে রাবি সাংস্কৃতিক জোট বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।