Tue. Sep 16th, 2025
Advertisements

খােলা বাজার২৪, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০১৭: মুন্সীগঞ্জের গজারিয়া বালুয়াকান্দি এলাকায় পূর্ব শক্রতার জেরে একজনকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃক্তরা।

মঙ্গলবার দুপুরে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি উত্তরপাড়া ফিরোজ মিয়ার বাড়ীতে এই ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তির নাম আরিফ হোসেন (২২)। সে বালুয়াকান্দি উত্তরপাড়া ফিরোজ মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী নিহতের ছোট ভাই রায়হান হোসেন জানান, তাদের পাশের বাড়ীর খোরশেদ আলীর ছেলে মাদক ব্যবসায়ী শরিফ হোসেন (২৮) তাদের বাড়ীতে এসে ডাক দিলে ঘর থেকে বাহির হওয়ার সাথে সাথে এলোপাথারি কোপাতে থাকে। পরে তার আতœচিৎকারে বাড়ীর সবাই এগিয়ে আসলে দৌড়ে পালিয়ে যায়।

নাম প্রকাশ না করার শর্থে একাধিক এলাকাবাসি জানান, নিহত আরিফ ও শরিফ হোসেনের মধ্যে কয়েকদিন যাবৎ মাদকের টাকা নিয়ে দ্বন্দ চলে আসছিল। এ নিয়ে কয়েকবার মারামারি হয়েছিল। তার পেক্ষিতে এই হত্যা কান্ড।

এঘটনায় গজারিয়া থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন জানান, লাশটি আমরা তার বাড়ী থেকে উদ্ধার করেছি। লাশটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে হত্যার কারণ ও সঠিক ঘটনা উৎঘাটন করা হবে।