Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

57kখােলা বাজার২৪, বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০১৭:নীলফামারী জেলার ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের সুন্দরখাতা ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি একই এলাকার অতুল চন্দ্র অধিকারী তার পুত্র জয়দেব অধিকারী ও শ্যামল অধিকারী, অজিন্দ্র অধিকারী, রমেশ অধিকারী, নিতাই অধিকারী, সুভাষ জোরপূর্বক দখল করে বিদ্যালয় মাঠে খড়ের গাদা (পোয়াল পুজ) এবং বিদ্যালয়ের লেট্রিন তালা ভেঙ্গে নিয়মিত ব্যবহার করছেন। এ বিষয়ে স্কুল কমিটি ও এলাকাবাসী তাকে সতর্ক করা সত্বেও সে নিষেধ মানছেনা।

একই এলাকার মোজাম্মেল হক ও তার পুত্র শিবু (গরু ব্যবসায়ী) উল্লেখ্য অতুল চন্দ্র অধিকারীর বিরুদ্ধে জমিজবর দখল প্রসেঙ্গ ১০/০১/২০১৭ ইং তারিখে ডিমলা থানায় লিখিত অভিযোগ করেন। ডিমলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরে ঘটনাটি স্থানীয় ভাবে গন্যমান্য ব্যক্তি উক্ত ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম চৌধুরী, ইউপি সদস্য আকবর আলী ও সাবেক ইউপি সদস্য মোঃ জব্বার আলী সহ স্থানীয় সুধীজন তদন্ত পূর্বক মিমাংশা করে দেন।

মিমাংশার রায়ে অতুল অধিকারীকে ১৬ শতাংশ জমি ছেরে দিতে হয় এবং ৯জনের গ্রামবাসী উক্ত জমি পায় এরা হলেন আব্দুল জলিল ইমাম, আব্দুল আলী, মোজাম্মেল হক, শিবু হোসেন, শফিকুল, কঞ্চনাথ, কমল চক্রবর্তী, । এই জমি ছেরে দেওয়ার কারনে অতুল অধিকারী ভিশন ক্ষিপ্ত। সে মোজাম্মেল হকের পুত্র শিবু কে মারধর, জিবননাশ, অর্থছিনতাই এবং দোকানে অগ্নি সংযোগের হুমকি প্রদান করে আসছে সে এমন কোন কাজ নেই যে করতে পারে না। শিবু এই বিষয়ে স্থানীয় ইউপি মেম্বার ও এলাকাবাসীকে বিষয়টি মৌখিক ভাবে অবগত করেন। স্কুল কমিটি ও গ্রামবাসী দোষীব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান।