খােলা বাজার২৪, বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০১৭: নিজেদের আইফোনের মতো স্মার্ট ডিভাইসে চেহারা শনাক্তের প্রযুক্তি যুক্ত করতে যাচ্ছে অ্যাপল। আর তা বাস্তবায়নে ইসরায়েলভিত্তিক স্টার্টআপ কোম্পানি কেনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এ জন্য যাবতীয় আনুষ্ঠানিকতাও শেষ করেছে অ্যাপল।
ধারণা করা হচ্ছে, চলতি মাসেই স্টার্টআপ কোম্পানি কেনার প্রক্রিয়া শেষ করবে অ্যাপল। তবে এ জন্য কী পরিমাণ অর্থ খরচ করতে হচ্ছে তা জানায়নি অ্যাপল। মূলত স্মার্ট ডিভাইসে ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় চেহারা শনাক্তের প্রযুক্তি ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতিযোগী অন্যান্য কোম্পানিগুলোর ডিভাইসে ইতোমধ্যেই চেহারা শনাক্তে দফেস রিকগনিশনদ প্রযুক্তি ব্যবহৃত হলেও অ্যাপল এক্ষেত্রে পিছিয়ে রয়েছে।
জানা গেছে ডিভাইসে ফেস রিকগনিশন প্রযুক্তি থাকলে ব্যবহারকারী তার চেহারা দেখিয়ে ফোন লক-আনলক করতে পারেন। সাধারণত অধিকাংশ স্মার্ট ডিভাইসে সর্বশেষ প্রযুক্তি হিসেবে ফিঙ্গার প্রিন্ট পাসওয়ার্ড ব্যবহৃত হচ্ছে। চেহারা শনাক্তের প্রযুক্তিকে বলা হচ্ছে নতুন প্রজন্মের পাসওয়ার্ড। ধারণা করা হচ্ছে, অ্যাপলের পরবর্তী আইফোন ও ট্যাবলেট পিসিতে চেহারা শনাক্তে এ প্রযুক্তি