Fri. Sep 19th, 2025
Advertisements

37খােলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৭: রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সকল ডাক্তারদের স্বল্প মুল্যে দেশী ঔষধ লেখার আহ্বান জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রধান কর্মকর্তা (টি.এইস.এ) ডা: সিরাজুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য কেন্দ্রের সভা কক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ আহ্বান জানান। দুপুর সাড়ে ১২ টায় জেনারেল ফার্মাসিউটিক্যাল কোম্পানীর আয়োজনে অনুষ্ঠিত সভায় সিরাজুল ইসলাম আরো বলেন, রোগীদের সুস্থ্য করার জন্য সব সময় দেশী ব্রান্ডের দামি কিংবা বিদেশী ঔষধের মধ্যে সিমাবদ্ধ থাকলে চলবে না। রোগীদের শাস্রয় এর কথা চিন্তা করে প্রয়োজনে সল্প মুল্যে ভাল কোম্পানির ঔষধ লিখতে হবে। সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য বিভাগের (আরএমও) ডা: আসাদুজ্জামান, জেনারেল ফার্মাসিউটিক্যাল কোম্পানীর প্রডাক্ট ম্যানেজার সঞ্জিব চক্রবর্তি, রিজিওনাল সেলস ম্যানেজার ফারুক খান, এরিয়া ম্যানেজার দিলিপ সরকার, বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান প্রমুখ।