Mon. Sep 15th, 2025
Advertisements

খােলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৭:  60হঠাৎ কেনো মাশরাফির বাসায় ছুটে গেলেন সুবর্ণা মুস্তাফা? বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বাসায় যান জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। এ সময় সুবর্ণা মুস্তাফার সঙ্গে আরও ছিলেন তার স্বামী বদরুল আনাম সৌদের বড় ভাইয়ের ছেলে আর মেয়ে। তারা সেখানে একসঙ্গে কিছুটা সময় কাটান।
রাতে সুবর্ণা মুস্তাফা বলেন, ‘অস্ট্রেলিয়া থেকে সৌদের বড় ভাইয়ের ছেলে আর মেয়ে এসেছে। ওদেরকে নিয়ে গিয়েছিলাম মাশরাফির বাসায়। পুরোটাই সোশ্যাল ভিজিট।’ তিনি আরও বলেন, ‘আমি ক্রিকেট পছন্দ করি, আর মাশরাফি আমার অভিনয় পছন্দ করেন। আমাদের মধ্যে একটা যোগাযোগ তো সবসময়ই আছে।

রাতে সুবর্ণা মুস্তাফা ফেসবুকে মাশরাফি আর তার স্ত্রী সুমীর সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করেন।