Mon. Sep 15th, 2025
Advertisements

খােলা বাজার২৪,শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৭: 13আহমেদ রাজীব হায়দার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রেদওয়ানুল আজাদ রানার সঙ্গে কাজী মো. রেজওয়ানুল আহসান নাফিসের যোগাযোগ ছিল। নাফিস নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে হামলার ষড়যন্ত্র করেছিলেন। যুক্তরাষ্ট্রের আদালতে তাঁর ৩০ বছরের কারাদণ্ড হয়েছে।
গত ২০ ফেব্র“য়ারি রেদওয়ানুল আজাদ রানাকে মালয়েশিয় পুলিশ বাংলাদেশে ফেরত পাঠায়। রানা পালিয়ে মালয়েশিয়ায় যায়। আর নাফিস স্টুডেন্ট ভিসা নিয়ে ২০১২ সালে যুক্তরাষ্ট্রে যান।

পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের প্রধান মনিরুল ইসলাম বৃহস্পতিবার বলেন, রাজীবের হত্যাকারীদের জিজ্ঞাসাবাদের সময়ই রিদওয়ানুলের সঙ্গে নাফিসের যোগাযোগর বিষয়টি পুলিশ জানতে পারে।