Mon. Sep 15th, 2025
Advertisements

খােলা বাজার২৪,শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৭: 15অবশেষে লন্ডন গেলেন জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান। শুক্রবার সকাল ৭টা ৪৯ মিনিটে তাকে বহনকারী তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
শফিক রেহমানের সম্পাদনায় বের হওয়া ‘মৌচাকে ঠিল’ পত্রিকার সহকারী সম্পাদক সজিব ওনাসিস এ তথ্য জানান।

তিনি বলেন, ‘লন্ডনে চিকিৎসারত ক্যান্সার আক্রান্ত স্ত্রী তালেয়া রেহমানকে দেখতে শফিক রেহমানের বৃহস্পতিবার লন্ডন যাওয়ার কথা ছিল। ভুল বোঝাবুঝিতে তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ ফেরত পাঠায়।’
সজিব ওনাসিস আরও বলেন, ‘পরে গতকাল (বৃহস্পতিবার) বেলা ১১টার দিকে ইমিগ্রশন কর্তৃপক্ষ শফিক রেহমানকে ফোন করে বিদেশ যেতে তার কোনো বাধা নেই বলে জানান। এরপর শুক্রবার তিনি লন্ডন গেলেন।’
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা পরিকল্পনার অভিযোগে গত বছরের ১৬ এপ্রিল রাজধানীর ইস্কাটনের নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছিল সাংবাদিক শফিক রেহমানকে। পরে গত বছরের ৬ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তিনি।