Tue. Sep 23rd, 2025
Advertisements

খােলা বাজার২৪, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৭: নোয়াখালী সদর উপজেলার মাইজদী প্রধান সড়কে রাস্তা পার হওয়ার সময় অজিফা খাতুন (৫৫) নামে এক রোগী নিহত হয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুযারি) বেলা সাড়ে ১১টার দিকে মাইজদী-চৌমুহনী প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত অজিফা খাতুন লক্ষীপুর জেলার বানচানগর গ্রামের আবদুল মোতালেবের স্ত্রী।

সুধারাম মডেল থানার এস আই ইমতিয়াজ জানান, অজিফা খাতুন সকালে লক্ষীপুর জেলা থেকে নোয়াখালী জেলা শহর মাইজদীর মা-মনি হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তিনি ডাক্তার দেখিয়ে রাস্তা পার হতে গিয়ে ব্যাটারি চালিত অটোরিকশার নিচে চাপা পড়ে। পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, এ ঘটনায় অটোরিকশাটি আটক করা হয়েছে।