Mon. Sep 22nd, 2025
Advertisements

32kখােলা বাজার২৪, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৭: নাটোরে তাবলীগ আয়োজিত তিন দিনের প্রথম জেলা ইজতেমার জুম্মার নামাজে লক্ষাধিক মুসল্লী অংশগ্রহণ করেছেন। নাটোর জেলার জন্য স্মরনকালের মধ্যে এর আগে আর কখনো কোন নামাজে এতা মুসল্লরি সমাগম ঘটেনি। শহরের পূর্ব তেবাড়িয়া পাড়ায় আয়োজিত এই ইজতেমা মাঠে জুম্মার নাজাম আদায় করতে সকাল থেকেই নসিম-করিমন, ভুটভুটি, অটোরিক্সা, মোটরসাইকেল ও ব্যক্তিগত পরিবহণ ছাড়াও নানা বয়সের হাজার হাজার মুসল্লীরা পায়ে হেঁটে মাঠে আসতে থাকেন। বেলা বরোটার আগেই সমগ্র প্যন্ডেল পরিপূর্ণ হয়ে যায়। এরপর নামাজের কাতার প্যান্ডেল বাহিরে ইজতেমা মাঠ ও আসেপাশের ফাঁকা জায়গায় অবস্থান নেন। এরপরেও অতিরিক্ত মুসল্লীরা জায়গা না পেয়ে নাটোর-রাজশাহী মহাসড়কে এবঙ সড়কে দক্ষিণ পাশের ফাঁকা আবাদী জমির মাঠে কাতারবন্দি হয়ে নামাজ আদায় করেন। মহিলাদের জন্য মাঠে পাশে পৃথকভাবে নামাজের ব্যবস্থা করা হয়। আয়োজন করা নামাজ শেষেইজতেমার মুরব্বীগণ বয়ান করেন। শনিবার যেহরের আগেই আখেরী মুনাজতের মাধ্যমে তিনদিনের ইতেমা শেষ হবে।