Sat. Sep 20th, 2025
Advertisements

7kখােলা বাজার২৪, শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৭: দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে সেমিনারে প্রবন্দ উপস্থাপন করতে দেয়নি পুলিশ। প্রবন্ধ উপস্থাপনের আগেই পুলিশের বাধার সেমিনার বন্ধ হয়ে যায়। আজ শনিবার গুলশানের একটি সেন্টারে এ সেমিনার হওয়ার কথা ছিল।
‘সীমান্ত হত্যা রাষ্ট্রের দায়’ শীর্ষক এ সেমিনারের আয়োজক ছিল ‘জনগণতান্ত্রিক আন্দোলন’ নামের একটি সংগঠন। এতে উপস্থাপক ছিলেন বিশিষ্ট কলামিস্ট ফরহাদ মজহার। সেমিনার মুল প্রবন্ধ উপস্থাপনের কথা ছিল মাহমুদুর রহমানের।
সকাল ১০ টায় সেমিনার শুরুর সাথে সাথে গুলশান থানা পুলিশের এক কর্মকর্তা অনুষ্টানে গিয়ে তা বন্ধ করতে বলেন। তিনি জানান অনুমতি না থাকায় এ সেমিনার করতে দেয়া যাবে না। তাই তা বন্ধ করতে হবে।
এরপর সংক্ষিপ্ত বক্তব্যে মাহমুদুর রহমান বলেন, আজকের ঘটনা প্রমান করে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। কারণ কোন ঘরোয়া অনুষ্টানে পূর্বানুমতির প্রয়োজন হয় তা কখনো শুনিনি।
পরে উপস্থাপক ফরহাদ মজহার সবার কাছে ক্ষমা চেয়ে সেমিনারের সমাপ্তি ঘোষনা করেন।