খােলা বাজার২৪, শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৭: বরগুনার বামনায় ১৬ নং পূর্ব সফিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল কোমলমতি শিশু শিক্ষার্থীদের শ্রেণি কক্ষের পাঠদান বন্ধ রেখে শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে সামাজিক কর্মকান্ডের অজুহাত দিয়ে খালের মাটি খনন করায় বিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনায় শিক্ষার্থীদের অভিভাবক ও সুশিল সমাজের প্রতিনিধিরা ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন।
শনিবার সকাল সাড়ে ১১টায় পূর্ব সফিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সকল শ্রেনী কক্ষের পাঠদান বন্ধ রয়েছে। বিদ্যালয় সংলগ্ন খালে কোমর সমান পানিতে ভিজে কয়েক শতাধিক কোমলমতি শিশু শিক্ষার্থীরা খালে মাটি খননের কাজ করছে। বিদ্যালয়ের শিক্ষকরা এই কাজে শিক্ষার্থীদের বাধ্য করতেও দেখা গেছে।
এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন জানান, তাদের বিদ্যালয়ের ফান্ডে টাকা না থাকায় বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অনুমোতি নিয়ে শিক্ষার্থীদের দিয়ে স্বেচ্ছাশ্রমে বিদ্যালয়ের সম্মুখের মাঠ ভড়াটের জন্য খালের মাটি খনন করা হচ্ছে।
বামনা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোকন চন্দ্র মালাকার জানান, এই খাল খনননের কাজে শিক্ষার্থীদের সাথে আমারও অংশগ্রহনের কথা ছিলো। এটা একটি সামাজিক স্বেচ্ছাশ্রম।
বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বাচ্চু বলেন, পরিস্কার পরিচ্ছন্নতার অংশ হিসেবে বিদ্যালয়ের মাঠ ভড়াটের জন্য খাল খনন করার অনুমোতি দিয়েছি। শিশুদের দিয়ে এই মাঠ ভড়াটের বিষয়ে তিনি আরো বলেন, শিশুরা যেহেতু কোন পারিশ্রমিক পাচ্ছেনা তাই এ কাজ কোন শিশুশ্রমের আওতাভূক্ত নয়, এটা স্বেচ্ছাশ্রম। শিশুদের হাতে কলমে কাজ শিখানোর জন্য এই উদ্যোগ।
বরগুনা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মো. নুরুজ্জামান বলেন, একটি প্রাথমিক মডেল বিদ্যালয়ে এই কাজ করানো কখনোই সম্ভব নয়। আমি বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বিষয়টি নিয়ে কথা বলবো।