Tue. Sep 16th, 2025
Advertisements

4kখােলা বাজার২৪, রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৭: খুলনা বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। রোববার ভোর ৬টা থেকে খুলনার ১০ জেলায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
এতে যোগাযোগ ব্যবস্থায় অচলাবস্থা দেখা দিয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীর নিহতের ঘটনায় সম্প্রতি বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
এ রায়ের প্রতিবাদে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আঞ্চলিক কমিটি শনিবার অনির্দিষ্টকালের এ ধর্মঘট আহ্বান করে।
৩৪টি বেসিক ইউনিয়নের নেতা-কর্মীদের বিক্ষোভের মুখে পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়।
বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মর্তুজা হোসেন জানান, খুলনা বিভাগের প্রত্যেকটি জেলায় স্বতস্ফূর্তভাবে ধর্মঘট পালিত হচ্ছে।