Wed. Sep 24th, 2025
Advertisements

IMG_20170226_123501খােলা বাজার২৪, রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৭:  ট্রলির ধাক্কায় ট্রলি দুর্ঘটনাঃআজ রবিবার দুপুর ১২টায় ২টি ইট ভর্তি ট্রলি একই গন্তব্য নিতাই পানিয়ালপুকুর যাওয়ার পথে বাহাগীলীর নেতার বাজার স্থানে সামনের ট্রলিকে পিছনের ট্রলি ধাক্কা দিলে একটি অটো রিক্সা নিয়োন্ত্রন হারিয়ে ছিটকে পরে এদিকে সামনের ট্রলি থেকে ইট পরে যায় তবে ভাগ্যক্রমে গাড়ীটি পাশের পুকুরে যাওয়া থেকে বেচে যায়।

মানুষের কোন ক্ষতির খবর পাওয়া যায়নি।।
গত ২১শে ফেব্রুয়ারী ট্রলি দিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মা ও সন্তানের মৃত্যুর পরেও ট্রলি চলাচল স্বাভাবিক হয়নি।বেপরওয়া ভাবে চলছেই তাদের পথচলা। এ ব্যাপারে আইনী কোন জোড়ালো পদক্ষেপ না থাকায় আবারও কারো জীবন চলে যাবে,তাই কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি নিরাপদ সড়কের ক্ষেত্রে বড় ট্রলি,ছোট ট্রলি,অটো ভ্যান, অটো বাইক,বেপরওয়া মটর ড্রাইভ সহ অন্যান্য যানবাহনের আইনী প্রক্রিয়া সফল বাস্তবায়ন করা হোক।।
তাই এই হোক স্লোগান,  “নিরাপদ সড়ক নিরাপদ যান-নিরাপদ হোক সবার জীবন”।।