Sun. Sep 28th, 2025
Advertisements

67খােলা বাজার২৪, রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৭: উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের ছোটভাই কিম জং-নাম বিষ ছুঁড়ে মারার ২০ মিনিটের মধ্যে মারা যান বলে ময়না তদন্ত রিপোর্টে জানা গেছে।
মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী সুব্রামানিয়াম সত্যশিব রোববার ময়না তদন্ত প্রতিবেদনের উল্লেখযোগ্য ফলাফল জানিয়ে সাংবাদিকদের বলেছেন, কিমের মৃত্যুর সাথে ভিএক্স এজেন্টের ব্যাপারটি সঙ্গতিপূর্ণ। এটি নিশ্চিত যে বিষ প্রয়োগেই তার মৃত্যু হয়েছে।

তিনি আরো জানান, বিষ প্রয়োগের ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই কিমের মৃত্যু হয়। তাকে অচেতন অবস্থায় ক্লিনিকে নেয়া হয় এবং বিষাক্ত পদার্থ অপসারনের সময় তিনি মারা যান।
পরিপূর্ণ প্রতিবেদন প্রকাশ করতে মালয়েশিয়ার কতৃপক্ষের এখনো কিমের ডিএনএ টেস্ট, ডেন্টাল প্রোফাইলিং রিপোর্ট দরকার।
‘ব্যক্তিটিকে শনাক্ত করতে পারলেই আমাদের কাজ শেষ’ বলেছেন মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী সুব্রামানিয়াম সত্যশিব।