Sat. Sep 20th, 2025
Advertisements

খােলা বাজার২৪, সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৭: 9ডিজিটাল অ্যাটেনডেন্সে আঙুলের ছাপ দিয়ে শ্রেণিকক্ষে ঢুকতে হয় শিক্ষার্থীদের। অনুপস্থিত থাকলেই অভিভাবকের মোবাইল ফোনে পাঠানো হয় এসএমএস বার্তা। ৩২টি সিসি ক্যামেরায় পুরো শিক্ষাপ্রতিষ্ঠানটি সার্বক্ষণিক নজরদারির আওতায় থাকায় শিক্ষার্থীদের উপস্থিতি ও পাসের হারও শতভাগ।
যশোর সদর উপজেলার উপশহর এলাকার বাদশাহ ফয়সাল ইনস্টিটিউট নামের ডিজিটাল স্কুলটিতে শিক্ষকরা নিয়মিত মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নেন। অনলাইনে বেতনসহ অন্যান্য ফি দেওয়ারও সুযোগ মেলে। শুধু তাই নয়, প্রধান শিক্ষক সেন্ট্রাল সাউন্ড সিস্টেমের মাধ্যমে শ্রেণি শিক্ষক ও শিক্ষার্থীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে থাকেন।

শনিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্কুল পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান খান এসব তথ্য জানান।