Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৭: 29 ময়মনসিংহের গফরগাঁও উপজেলার আলতাফ গোলন্দাজ মহাবিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী-শিক্ষক গতকাল সোমবার দুপুরে দূর্নীতি বিরোধী শপথ নিয়েছেন। শপথ বাক্য পাঠ করান উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. কে এম এহছান। এর আগে কলেজের হলরুমে ‘আসুন দূর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এই শ্লোগানকে সামনে রেখে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অধ্যক্ষ মো. শামছুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুপ্রুক সভাপতি ডা. কে এম এহছান, উপাধ্যক্ষ মাহবুবুল আলম, শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল আওয়াল শেখ, সহকারী অধ্যাপক মতিউর রহমান বাবুল, প্রভাষক আরশাদ আহমেদ, দুপ্রুক সহ-সভাপতি নিরুপমা দেবনাথ, সদস্য আজিম উদ্দিন মাষ্টার, প্রভাষক গোলাম মো. ফারুকী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দুপ্রক সাধারন সম্পাদক রফিকুল বাশার।