Mon. Sep 15th, 2025
Advertisements

খােলা বাজার২৪, সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৭: 53মানুষের শরীরে দুটো কিডনি থাকে। কিডনি ছাঁকন যন্ত্র হিসেবে কাজ করে। এগুলো রক্ত ও বিষাক্ত পদার্থকে শরীর থেকে বের করে দেয়। কিডনি রক্তের রাসায়নিক গঠনের ভারসাম্য রক্ষা করে; পাশাপাশি প্রস্রাব তৈরি করে এবং স্বাস্থ্য ব্যবস্থাপনায় সাহায্য করে।
কিডনি ক্যানসারকে রেনাল সেল কারসিনোমা বা আরসিসি বলা হয়। এটি ম্যালিগন্যান্ট ক্যানসার। কিডনি ক্যানসার ইউরিনিফেরাস টিউবলের ইপিথেলিয়াম অথবা রেনাল প্যারেঙ্কিমার ভেতর থেকে শুরু হয়।

কিডনি ক্যানসারের কিছু লক্ষণ জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।
১. প্রস্রাবে রক্ত
প্রস্রাবে রক্ত যাওয়া আরসিসির অগ্রবর্তী পর্যায়। এমন হলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে।
২. কোমর ব্যথা
কোমর ব্যথা বা চাপ অনুভব করা কিডনি ক্যানসারের আরেকটি লক্ষণ। এ সময় কিডনি একটু বড় হয়ে যেতে পারে এবং পাশে চাপ দিতে পারে। তাই ব্যথা অনুভব হয়।
৩. অবসন্নতা
অবসন্নতা শরীর দুর্বল হওয়ার জন্যও কাজ করে। তবে দীর্ঘমেয়াদি অবসন্নতা কিডনি ক্যানসারের আরেকটি লক্ষণ। তাই দীর্ঘমেয়াদি অবসন্নতায় ভালো হয় চিকিৎসকের পরামর্শ নিলে। তাহলে উৎস জানা যাবে।
৪. ওজন কমা
কিডনি বিপাক ও হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হঠাৎ ওজন কমে যাওয়া কিডনি ক্যানসারের আরেকটি লক্ষণ।
৫. রক্ত-সংক্রান্ত বিষয়
কিডনি ক্যানসার রক্তস্বল্পতা তৈরি করতে পারে, ইলেকট্রোলাইট ও ক্যালসিয়ামকে ভারসাম্যহীন করে এবং অন্যান্য রক্ত-সংক্রান্ত সমস্যা বাড়ায়। তাই এসব সমস্যায় চিকিৎসকের পরামর্শ নিন। কিডনি ক্যানসার থেকে দূরে থাকতে নিয়মিত স্ক্রিনিং করান।