Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৭: 7মার্কিন বেসরকারি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স জানিয়েছে, ২০১৮ সালের মধ্যেই তারা চাঁদের মাটিতে ২ জন পর্যটককে ঘুরিয়ে নিয়ে আসবে। তবে সেখানে যেতে ইচ্ছুকদের মোটা অঙ্কের টাকা দিতে হবে প্রতিষ্ঠানটিকে।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এলোন মাস্ক জানান, ‘২০১৮ সালে চাঁদে পাঠানোর জন্য টিম ঠিক হয়ে গেছে, তারা ইতোমধ্যে বিশাল পরিমাণ টাকা বিনিয়োগ করেছেন।’

গত ৪৫ বছরের মধ্যে মহাশূন্যের গভীরে পর্যটক প্রেরণ মানব ইতিহাসে বড় ধরণের সংযোজন হয়ে থাকবে বলেও জানান তিনি।
এ বছরের শেষের দিকে নাম প্রকাশ না করা ওই ২ ব্যক্তি স্পেসএক্সের একটি ফ্লাইটে করে প্রথম মহাশূন্যের উদ্দেশ্যে উড়াল দেবেন।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা- নাসা এই ভ্রমণকে সম্ভব করতে সর্বাত্মক সহায়তা করছে বলেও জানান মাস্ক।
তবে তিনি এই প্রথম চাঁদের মাটিতে হাটতে যাওয়া পর্যটকদের পরিচয় প্রকাশ করেননি। তিনি মজা করে বলেন‘ তারা হলিউডের কেউ নন।’
এই পর্যটকরা নিল আর্মস্ট্রংদের মতোই মানবজাতীর স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে চাঁদের দেশ ঘুরে আসবেন। ফলে যেকোনো মানুষই এখন চাঁদে যাওয়ার ইচ্ছে বাস্তবায়ন করতে পারবেও বলে বিশ্বাস স্পেসএক্সের।