খােলা বাজার২৪, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৭: লালমনিরহাট জেলায় কলেজ পর্যাযে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন হাতীবান্ধা উপজেলা মহিলা ডিগ্রী কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ইফতেখার আহাম্মেদ। ২০১৭ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ে তিনি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। এরপর গত ২৬ ফেব্রুয়ারী লালমনিরহাট জেলা পর্যায়ে আয়োজিত শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক প্রতিযোগিতায় তিনি জেলা পর্যায়েও শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। বিষয়টি লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার আবু আশরাফ নূর তার স্বাক্ষরিত পত্র যাহার স্মারক নং-জেশিঅ/লাল/২০১৭/১৭০ নিশ্চিত করেছেন। উল্লেখ্য যে, তিনি গত ২০০০ সালেও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছিলেন। তিনি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মাহ্মুদুল হাসান সোহাগ, অধ্যক্ষ, মোঃ মোতাহার হোসেন (লাভলু), উপাধ্যক্ষ, জিনাত ইখ্তার জাহান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল জলিল সরকার ও তাঁর সহকর্মীবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।