Thu. Sep 18th, 2025
Advertisements

খােলা বাজার২৪, বুধবার, ১ মার্চ ২০১৭ : 2গাবতলীতে পরিবহন শ্রমিক-পুলিশ সংঘর্ষে এক শাহ আলম নামে শ্রমিক নিহত হয়েছে। সকালে গাবতলীয় এলাকায় সংঘর্ষ চলাকালে গুলিতে তিনি নিহত হন।
নিহত শাহ আলম বৈশাখী পরিবহনের চালক। সকালে গুলিতে আহত হওয়ার পর তাকে স্থানীয় সেলিনা ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি রাজবাড়িতে।

মিরপুর জোনের ডিসি মাসুদ আহমেদের নেতৃত্বে সকাল সাড়ে ৯টার দিকে গাবতলী এলাকায় অভিযান চালায় পুলিম। পুলিশের অভিযানে মুখে পরিবহন শ্রমিকরা রাস্তা থেকে সরে যায়। এসময় কয়েকজনকে আটক করে পুলিশ।