খােলা বাজার২৪, বুধবার, ১ মার্চ ২০১৭ : এনিমেশনের মাধ্যমে ভাষা আন্দোলনের সচিত্র বর্ণনা তুলে ধরতে সক্ষম অ্যাপ তৈরি করেছে রাইজ আপ ল্যাবস। ‘১৯৫২’ নামের অগমেন্টেড রিয়ালিটি প্রযুক্তিনির্ভর অ্যাপটির ব্যবহার পদ্ধতিও বেশ মজার। প্রথমে স্মার্টফোনে অ্যাপটি চালু করে দুই টাকার নোটের সামনে ধরতে হবে।
স্মার্টফোনের ক্যামেরা নোটে থাকা শহীদ মিনার শনাক্ত করার পরপরই স্মার্টফোনের স্ক্রিনে শহীদ মিনারের সামনে মিছিলের ছবি দেখা যাবে। শুধু তাই নয়, মিছিলে পুলিশের গুলি করার ছবিও দেখার সুযোগ মিলবে। ফলে ১৯৫২ সালের ২১ ফেব্র“য়ারি ঠিক কী ঘটেছিল, তা এনিমেশন আকারে জানা যাবে। সোমবার বাংলাদেশ শিশু একাডেমিতে অনুষ্ঠিত ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা’য় অ্যাপটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ।
রাইজ আপ ল্যাবসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী কর্মকর্তা এরশাদুল হক জানান, অ্যাপটির মাধ্যমে ভাষা আন্দোলনের ঘটনা ও তাৎপর্য নতুন করে মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে। গুগল প্লে স্টোর এবং ঠিকানা থেকে অ্যাপটি বিনা মূল্যে ডাউনলোড করা যাবে।