খােলা বাজার২৪, বুধবার, ১ মার্চ ২০১৭ : নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাফর ইকবাল জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ এ জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। জাফর ইকবাল ধারাবারিষা গ্রামের নজবত আলী ও সাকেরা বেগম দম্পতির বড় ছেলে। মঙ্গলবার বিকালে নাটোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সাজেদুর রহমান তার হাতে আনুষ্ঠানিক ভাবে শ্রেষ্ঠ শিক্ষকের সনদ তুলে দেন। জাফর ইকবাল ২০০২ সালে অনুষ্ঠিত বিএসসি পরীক্ষায় গুরুদাসপুর বিল চলন শহীদ শামসুজ্জোহা ডিগ্রী কলেজ থেকে প্রথম শ্রেণীতে উন্নীতসহ জাতীয় বিশ^বিদ্যালয়ে ১০ম স্থান অধিকার করেছিলেন। তিনি সবার দোয়া প্রার্থী।