Thu. Sep 18th, 2025
Advertisements

খােলা বাজার২৪, বুধবার, ১ মার্চ ২০১৭ : 63১০ টাকার হিসাবধারী ক্ষুদ্র, প্রান্তিক এবং ভূমিহীন কৃষকদের জন্য সুখবর নিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংক হিসাব গতিশীল রাখার জন্য হিসাবধারীদের সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণ দেওয়া হবে এবং এর সুদ হবে সর্বোচ্চ সাড়ে নয় শতাংশ। এ জন্য ২০০ কোটি টাকার প্রকল্পের নীতিমালা ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট এ-সংক্রান্ত এক সংযুক্ত নীতিমালা জারি করে চুক্তিবদ্ধ ব্যাংকগুলোকে পাঠানো হয়েছে।

জানা যায়, ১০ টাকার হিসাবধারীদের জন্য পুনঃঅর্থায়ন প্রকল্পের আওতায় ঋণ বিতরণ ও আদায় কার্যক্রম গতিশীল করতে ব্যাংকগুলোর জন্য প্রণোদনা ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে আরো জানা যায়, আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমের আওতায় ২০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল থেকে ব্যাংকগুলো পাঁচ শতাংশ সুদে অর্থ গ্রহণ করে। ১০ টাকার হিসাবধারী ক্ষুদ্র, প্রান্তিক এবং ভূমিহীন কৃষকদের সর্বোচ্চ সাড়ে নয় শতাংশ সুদে ঋণ দেওয়া হবে।
ব্যাংকগুলোর বিতরণকৃত এ ঋণ শতভাগ আদায় হলে প্রণোদনার রেয়াত হিসেবে বাংলাদেশ ব্যাংক পাঁচ শতাংশের মধ্যে সাড়ে তিন শতাংশ ফেরত দেবে।
তবে ব্যাংকগুলো যদি ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠানে (এমএফআই) মাধ্যমে ঋণ বিতরণ করে তাহলে রেয়াতের সাড়ে তিন শতাংশের এক শতাংশ পাবে ব্যাংক এবং বাকি আড়াই শতাংশ পাবে এমএফআই।
ব্যাংক সূত্রে জানা গেছে, ১০ টাকার হিসাবধারী কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষকে সহজ শর্তে ঋণ দিতে ২০০ কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করে কেন্দ্রীয় ব্যাংক।
হিসাবগুলো সচল রাখার মাধ্যমে গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করতে এ উদ্যোগ নেওয়া হয়। এ তহবিল থেকে একজন সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণ নিতে পারেন। যার সর্বোচ্চ সুদ হবে সাড়ে নয় শতাংশ।