Tue. Sep 16th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। শনিবার, ৪ মার্চ ২০১৭:  25 মাহফুজ মুন্না, রাবি : কৃষি গবেষণা ক্ষেত্রে সহযোগিতার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে এসিআই লি.-এর একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের কনফারেন্স রুমে দুই পক্ষের মাঝে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মুহাম্মদ এন্তাজুল হক ও এসিআই লি. এগ্রিবিজনেস-এর নির্বাহী পরিচালক ড. এফ এইচ আনসারী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। পরে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিনের নিকট হস্তান্তর করা হয়।

সমঝোতা স্মারক অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদভুক্ত এগ্রোনমী এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী ও গবেষকরা বিভিন্ন উচ্চ ফলনশীল ও খরা সহিষ্ণু জাতের শস্য যেমন ধান, ভুট্টা, আলু অন্যান্য শাক-সব্জি ইত্যাদি উদ্ভাবনের জন্য কাজ করবে। এসিআই লি. এসব গবেষণা কাজে প্রয়োজনীয় কারিগরী ও বস্তুগত, ব্র্যান্ডিং ও বিপণন সহায়তা প্রদান করবে।