Thu. Sep 18th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। শনিবার, ৪ মার্চ ২০১৭: 61খেলাধুলার মাধ্যমে মানসিক বিকাশ গড়ার লক্ষে টঙ্গীবাড়ী প্রিমিয়ারলীগ ফাইনালে পাঁচগাও জয়ী হয়েছেন। উপজেলার পাঁচগাও ইউনিয়নের সাতুল্লা মাঠে মাস ব্যাপি খেলা শেষে গত শুক্রবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শুরুতে ৩২টি টিম নিয়ে খেলা শুরু হয় পর্যায়ক্রমে পাঁচগাও ও পোদ্দারপাড়া ক্রিকেট টিম ফাইনালে ওঠে। ফাইনালে টসে জিতে পাঁচগাও ৬ ওভারে ৫৪ রান করে জববাবে পোদ্দারপাড়া সবকটি উইকেট হারিয়ে ৪২ রান করে। বিজয়ীদের মাঝে খেলার উদ্যেক্ত বিপ্লব রাঢ়ী রুপার ট্রফি তুলে দেন।