Thu. Sep 18th, 2025
Advertisements

35মুন্সীগঞ্জ প্রতিনিধি: নারী- পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা এই স্লোগানকে সামনে রেখে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে মানববন্ধন রচিত হয়েছে। রবিবার সকাল ১১টায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে এই মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সায়লা ফারজানা, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া জাহান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সোনিয়া হাবিব লাবনী, মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মকর্তা সাসছুন্নাহার, মুন্সীগঞ্জ মহিলা পরিষদের সভাপতি নাছিমা আক্তার, নারী নেত্রী হামিদা খাতুনসহ বিভিন্ন নারী সংগঠনের প্রায় ৮ শতাধিক নারীরা এতে অংশ গ্রহন করেন।