Thu. Sep 18th, 2025
Advertisements

13kখােলা বাজার২৪।। সোমবার, ৬ মার্চ ২০১৭: জামায়াত সংশ্লিষ্ট হিসেবে পরিচিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে রদবদল আনার পর ঢেলে সাজানোর দাবি উঠলেও তা সম্ভবপর নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

গতকাল রোববার সংসদে এই প্রশ্ন করা হলে ব্যাংকটিতে সরকারের শেয়ারের অংশ সামান্য থাকাকে কারণ হিসে বে দেখান তিনি।

জাতীয় পার্টির সেলিম উদ্দিনের প্রশ্নের জবাবে মুহিত বলেন, ইসলামী ব্যাংক বেসরকারি খাতের একটি পাবলিক লিমিটেড কোম্পানি। ব্যাংকের শেয়ার হোল্ডাররা কোম্পানিটির মালিক। শেয়ারহোল্ডারদের দ্বারা নির্বাচিত পরিচালকগণ তাদের পক্ষে ব্যাংকের স্বচ্ছতা ও গতিশীলতা আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে থাকে।

“ইসলামী ব্যাংকে সরকারের শেয়ারের পরিমাণ মাত্র শূন্য দশমিক শূন্য শূন্য ১৩ শতাংশ (০.০০১৩%) হওয়ায় ব্যাংকের কার্যক্রমকে ঢেলে সাজানোর জন্য সরকারের পক্ষে কোনো বিশেষ পদক্ষেপ বা কর্মসূচি গ্রহণ করা সম্ভব নয়।”

জামায়াতের বেশ কয়েকজন নেতার সংশ্লিষ্টতা থাকায় ইসলামী ব্যাংকের বিরুদ্ধে সোচ্চার ছিল যুদ্ধাপরাধের বিচার দাবির আন্দোলনকারীরা। কয়েক বছর ধরে বাংলাদেশ ব্যাংকের নজরদারিও ছিল ব্যাংকটির উপর।

এরপর গত জানুয়ারিতে ইসলামী ব্যাংকের শীর্ষ পর্যায়ে ব্যাপক পরিবর্তন আনা হয়।

তখন অর্থমন্ত্রী বলেছিলেন, ব্যাংকটির বিদেশি অংশীদারদের আগ্রহই এই পরিবর্তনের মূল কারণ।