Thu. Sep 18th, 2025
Advertisements

14kjখােলা বাজার২৪।। সোমবার, ৬ মার্চ ২০১৭: ফুটবল বিশ্বে এই ঘটনা। দেশটির ফুটবলাররা খেলবেন না। তাই কোনো ম্যাচই হলো না। ফুটবল যেখানে ধর্মের মতো সেখানেই এ অবস্থা। আর্জেন্টিনায় ফুটবলারদের এ ধর্মঘটের কারণে পণ্ড হয়ে গেছে সপ্তাহান্তের ম্যাচগুলো। শীর্ষ তিন লীগের কোনো ম্যাচই মাঠে গড়াতে পারেনি শনিবার।

বকেয়া বেতনের দাবিতে ধর্মঘট ফুটবলারদের। খেলোয়াড়দের ইউনিয়ন বলছে, কয়েকটি ক্লাব মারাত্মক অর্থ সংকটে ভুগছে। এতে পাঁচ মাস যাবৎ কোনো বেতন পাচ্ছেন না তারা। আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনও নানা সমস্যার আবর্তে। তারা উদ্যোগ নিয়েছে সমঝোতার। আশা করা হচ্ছে আগামী শুক্রবার নাগাদ মৌসুম শুরু হবে। তবে ফুটবলাররা বলছেন, অর্থ পরিশোধ না হওয়া পর্যন্ত তারা খেলবেন না।
দেশটির সিনিয়র ফুটবল কর্তাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরুর পর থেকেই বর্তমান আর্থিক সংকট শুরু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন দুটি খেলা বাতিল করে। পরে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা ভেস্তে গেলে শীর্ষ লীগ (প্রিমেরা এ)-এর ১৩টি খেলা বাতিল করা হয়। দ্বিতীয় ও তৃতীয় বিভাগের খেলাগুলোও আর মাঠে গড়ায়নি। নতুন মৌসুম আরো এক মাস আগেই শুরু হওয়ার কথা ছিল। কিন্তু অর্থসংকটে তা বিলম্বিত হচ্ছে।