Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

20kখােলা বাজার২৪।। মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭: সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশি-বিদেশি বন্ধু খুঁজে পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করতে যাত্রা শুরু করেছে ‘বান্ধব ডটকম’।

যুক্তরাষ্ট্র, জার্মানি ও বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত সামাজিক নেটওয়ার্কের এই ওয়েবসাইট বিনা মূল্যে ব্যবহার করা যাচ্ছে।
মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই যে কেউ (www.bandhob.com) বান্ধব ডটকমে নিবন্ধিত হয়ে এটি ব্যবহার করতে পারবেন।

এ প্রসঙ্গে বান্ধব ডটকমের উদ্যোক্তা জার্মানিভিত্তিক প্রতিষ্ঠান ডিগবাজারের কনটেন্ট ডেভেলপমেন্ট ম্যানেজার জুজানে জিবার বলেন, মূলত বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের কথা বিবেচনা করেই বান্ধব (bandhob.com) যাত্রা শুরু।

বাংলা বান্ধব শব্দটির আন্তর্জাতিকীকরণ করতেই এ শব্দটি বেছে নেয়া হয়েছে। বান্ধবের পক্ষ থেকে জানানো হয়, ওই প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বের যে কোনো দেশের যে কারও সঙ্গেই খুব সহজে বন্ধুত্ব ও সামাজিক যোগাযোগ স্থাপন করা যাবে।

এ ছাড়া নিজেদের মধ্যে খুদেবার্তা ও ছবি পাঠানো যাবে। কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে কিংবা মোবাইল-অ্যাপসের মাধ্যমেও ব্যবহার করা যাবে বান্ধব।

ফেসবুকের চেয়েও কয়েকগুণ বেশি গতিসম্পন্ন এই প্ল্যাটফর্মটির ব্যবহার যেমন সহজ, তেমনি মোবাইল ডেটা খরচও অনেক কম।