Thu. Sep 18th, 2025
Advertisements

73খােলা বাজার২৪।। মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭:  মাদককে না বলুন মাদক মুক্ত সমাজ গড়–ন এ স্লোগান কে সামনে রেখে মযমনসিংহের ত্রিশালে মঙ্গলবার  সকালে যুব সমাজের উদ্যোগে মাদক বিরোধী বাইসাইকেল র‌্যালী বের হয়।মাদক বিরোধী বাইসাইকেল র‌্যালী উদ্বোধন করেন   অনুষ্ঠানের প্রধান অতিথি ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান। বিশেষ আতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব,র‌্যালীর উদ্যোগতা আজিজুল হক তালহা,আব্দুল্লাহ আল মামুন,মাও. আজিজুল হক,শিহাব উদ্দিন সরকার,আব্দুল্লাহ আল ফাহাদ, সোয়েল মাহমুদ সুমন প্রমুখ।
মাদক বিরোধী বাইসাইকেল  র‌্যালীটি ত্রিশাল পৌর সভার চত্বর থেকে বের হয়ে ত্রিশাল উপজেলার ১২টি ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও  বাজারের মোড়ে মোড়ে মাদক বিরোধী সমাবেশ করবে।উদ্যোগতা তালহা এ প্রতিনিধিকে বলেন আজকের যুব সমাজ নেশায় আসক্ত হয়ে সমাজে সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত হচ্ছে।মাদকাসক্ত যুব সমাজকে উদ্বোদ্ধ করার লক্ষে আমরা ত্রিশালের ১২ইউনিয়নে মাদক বিরোধী বাইসাইকেল র‌্যালীর উদ্যোগ গ্রহন করেছি।