খােলা বাজার২৪।। বুধবার, ৮ মার্চ ২০১৭:
নারী যদি
মোঃ মিজানুর রহমান
নারী যদি ঘরে বসে রয়-
প্রতিভা কি তাদের আর বিকশিত হয় ?
নারী যদি মমতাময় হয়-
সবাইকে তখন সে আপন করে লয়।
নারী যদি কল্যাণকামী হয়-
অকল্যাণ পালায় কিংবা লুকায়ে রয়।
নারী যদি হয় কোমলমতি-
স্নেহের পরশে থাকে না ভয়-ভীতি।
নারী যদি হয় সৎ-সাহসী-
দুর্গম, দুস্তর পথ দিতে পারে পাড়ি।
নারী যদি হয় বুদ্ধিদীপ্ত-
তখন তারা হয় যে উজ্জল নক্ষত্র।
নারী যদি কর্মঠ হয়-
উন্নতির চাকা সর্বদা সচল হয়।
নারী যদি শিক্ষক হয়-
অক্ষরে অক্ষরে জ্ঞানের ধারা বয়।
নারী যদি শিক্ষিত হয়-
জাতি তখন উন্নত হয়।
নারী যদি উদ্যোক্তা হয়-
অভাব কি তখন দেশে রয় ?
নারী যদি দেয় শুভংকরের ফাঁকি-
অন্যায়, অ-নীতি মাথা ঝাঁকি দিয়ে দেয় উকি।
নারী যদি অভিজ্ঞ,সৃজনশীল হয়-
সুন্দর,সুস্থির,নিরাপদ পরিবেশের হয় না তো ক্ষয়।
নারী যদি ভাই সমান অধিকার পায়-
কাজে-কর্মে তাদের অবস্থান থাকবে যে বজায়।
লেখকঃ মোঃ মিজানুর রহমান-সাংবাদিক,কবি ও কলামিস্ট।