Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

2kখােলা বাজার২৪।। বুধবার, ৮ মার্চ ২০১৭: শিক্ষা মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ এ জেলা পর্যায়ে ভুলুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ হারুন নোয়াখালী জেলার ‘শ্রেষ্ঠ কলেজ অধ্যক্ষ’ নির্বাচিত হয়েছেন। তিনি ২০১৬ ও ২০১৭ সালে নোয়াখালী সদর উপজেলার ‘শ্রেষ্ঠ কলেজ অধ্যক্ষ’ নির্বাচিত হন।

অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ হারুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯০ সালে বিএ অনার্স, ১৯৯১ সালে প্রথম শ্রেণিতে এমএ ও ১৯৯৪ সালে এমফিল প্রথম পর্ব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৯৫ সালে চাঁদপুর জেলার চিতোষী ডিগ্রি কলেজে ইসলামিক স্টাডিজ বিষয়ে প্রভাষক পদে যোগদান করে শিক্ষকতা শুরু করেন। পরবর্তীতে উক্ত কলেজে সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। ২০০১ সালে তিনি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ‘শ্রেষ্ঠ কলেজ শিক্ষক’ নির্বাচিত হন। ২০০৫ সালে তিনি নোয়াখালী সদর উপজেলার ভুলুয়া ডিগ্রি কলেজে অধ্যক্ষ পদে যোগদান করেন। তিনি শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনায় নায়েম ও এইচএসটিটিআইতে চারবার প্রশিক্ষণ গ্রহণ করেন। পাঠ্যপুস্তকসহ তাঁর প্রকাশিত বই সংখ্যা ১৩টি। তাছাড়া এনসিটিবিতে উচ্চমাধ্যমিকস্তরের পাঠ্যপুস্তকের পান্ডুলিপি মূল্যায়নকারী হিসেবে কাজ করেন।

অধ্যক্ষ হারুন জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, কুমিল্লা শিক্ষাবোর্ড ও সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষক, প্রধান পরীক্ষক, প্রশ্নপত্র প্রণেতা, মডারেটর ও পরীক্ষা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দৈনিক সচিত্র নোয়াখালী পত্রিকার উপদেষ্টা সম্পাদক, চৌমুহনী প্রেসক্লাবের সদস্য, বাংলাদেশ মানবাধিকার কমিশন নোয়াখালী জেলা শাখার সাবেক সিনিয়র সহসভাপতি, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি (দুদক)’র সদস্য, বাংলাদেশ স্কাউটস্ নোয়াখালী জেলা রোভার এর সহসভাপতি, প্রফেসর’স ডেভেলপমেন্ট ফোরাম-নোয়াখালী’র উপদেষ্টামন্ডলীর সভাপতি, সেনবাগ লেখক ফোরামের উপদেষ্টাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। সেনবাগ উপজেলার বাবুপুরে এক সম্ভ্রান্ত শিক্ষক পরিবারে তাঁর জন্ম। তাঁর দাদা উপমহাদেশের প্রখ্যাত আলেম ও ইসলামি দার্শনিক মরহুম অধ্যক্ষ মাওলানা মুহিববুল্যাহ (রহ.)। তিনি সেনবাগ ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ (অব.) মরহুম আ.ত.ম ইসরাইল আজাদ ও বেগম সালেহা আজাদের জ্যেষ্ঠ পুত্র। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক। তাঁর স্ত্রী বেগমগঞ্জের মিরওয়ারিশপুর আলিম মাদ্রাসার কৃষি শিক্ষা বিষয়ের সিনিয়র শিক্ষক। তাঁর এ অর্জনের জন্য তিনি কলেজ গভর্ণিং বডি, শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অপর দিকে, শিক্ষা মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ এ জেলা পর্যায়ে মিরওয়ারিশপুর আলিম মাদরাসার সিনিয়র শিক্ষক (কৃষি) বেগম আইনুন নাহার নোয়াখালী জেলার ‘শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক’ নির্বাচিত হয়েছেন। এবছর তিনি বেগমগঞ্জ উপজেলায়ও ‘শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক’ নির্বাচিত হন। তিনি ২০০২ সালে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার শরীফপুর সাজেদুল হক উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন এবং ২০০৭ সালে বর্তমান প্রতিষ্ঠানে যোগদান করেন। বেগম আইনুন নাহার নোয়াখালীর প্রধান বাণিজ্যিক শহর চৌমুহনীর বিশিষ্ট ব্যবসায়ী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুর নবী চৌধুরী ও বেগম রৌশন আরা চৌধুরীর ৩য় কন্যা। তিনি ভুলুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ হারুনের স্ত্রী এবং সেনবাগ ফাযিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ (অব.) আ.ত.ম ইসরাইল আজাদের পুত্র বধূ।