Thu. Sep 18th, 2025
Advertisements

kurigramখােলা বাজার২৪।। বুধবার, ৮ মার্চ ২০১৭: কুড়িগ্রাম জেলা প্রশাসকের উদ্দোগে মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার দুপুরে যুব উন্নয়ন প্রশিক্ষন হলরুমে বিগত বছরে ৭ম থেকে ১০ শ্রেনী পর্যন্ত বার্ষিক পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের এ সংবর্ধনা দেয়া হয়।
সদর উপজেলার ১৫টি বিদ্যালয়ের ২শ ৪জন মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট ও প্রসংশাপত্র তুলে দেন জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম সেলিম, জেলা শিক্ষা অফিসার এস এম মোসলেম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ আল আমিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ যোগাতে জেলার ৯ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনার আয়োজন করা হয়।