Thu. Sep 18th, 2025
Advertisements

29খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭: দিনাজপুরের পুলিশ সুপার মোঃ হামিদুল আলম বলেছেন, গ্রাম বাংলার জনপ্রিয় কাবাডি খেলাকে জাগ্রত করতে হবে। এর ঐতিহ্যকে ধরে রাখতে ক্রীড়া সংগঠকদের কাবাডি খেলোয়াড় তৈরি করতে হবে। জন নন্দিত কাবাডি খেলার খেলোয়াড় সৃষ্টি করতে তৃণমূল পর্যায় আরো বেশি বেশি করে কাবাডি প্রতিযোগিতার আয়োজন করতে হবে। খেলার নিয়মিত চর্চা করতে পারলে একদিন এই খেলোয়াড়রাই অলিম্পিকে হয় তো জাতীয় খেলোয়াড় হিসেবে খেলবে।
বৃহস্পতিবার বড় ময়দানস্থ দিনাজপুর স্পোর্টস ভিলেজ কাবাডি মাঠে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় ও দিনাজপুর জেলা পুলিশ প্রশাসনের সহযোগিতায় এবং জেলা ক্রীড়া সংস্থা দিনাজপুরের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা-২০১৭ উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার। স্বাগত বক্তব্য রাখেন কাবাডি উপ-কমিটির আহ্বায়ক ও সংস্থার যুগ্ম সম্পাদক মোঃ কামরুজ্জামান। শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ আসলাম হোসেন, নির্বাহী সদস্য অরুণ সরকার, আব্দুস সামাদ মিঠু, আনোয়ারুল ইসলাম সুমি ও আসলামুর রহমান মাহবুব। কাবাডি খেলা পরিচালনা করেন মোঃ আনোয়ারুল ইসলাম, মোঃ রহমত আলী, মোঃ মোর্শেদ আলী, মোঃ মহসীন, মোঃ হাফিজুর রহমান ও মোঃ হবিবর রহমান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন, সংস্থার কোষাধ্যক্ষ জায়েদী পারভেজ অপূর্ব। উদ্বোধনী খেলায় অংশ নেয় খানসামা উপজেলা কাবাডি দল বনাম পার্বতীপুর উপজেলা কাবাডি দল। খেলায় পার্বতীপুর উপজেলা কাবাডি দল জয় লাভ করে। উল্লেখ্য, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতায় দিনাজপুর জেলার ১৩টি উপজেলার কাবাডি দল অংশ গ্রহণ করছে। প্রতিদিন সকাল-বিকাল দুটি করে চারটি দলের খেলা অনুষ্ঠিত হবে। আগামী ১২ মার্চ চুড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।