Wed. Sep 17th, 2025
Advertisements

32খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭: “নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা,বদলে যাবে বিশ্ব,কর্মে নতুন মাত্রা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ মার্চ ২০১৭ আরডিআরএস বাংলাদেশ পঞ্চগড় এর রিজিওনাল ফুড সিকিউরিটি গভার্নেন্স প্রকল্পের সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন করা হয়। গতকাল বিকালে সদর উপজেলার হাফিজাবাদ শেখেরহাট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। র‌্যালীতে বিদ্যালয়ের প্রায় ৫৪০ জন ছাত্র-ছাত্রী, ফেডারেশন নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ স্বতস্ফূর্তভাবে অংশ নেন। র‌্যালী শেষে শেখের হাট স্কুল মাঠে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ হাসিনা পারভিন কর্মসূচি ব্যবস্থাপক (মাঠ সমন্বয়) আরডিআরএস বাংলাদেশ পঞ্চগড়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মতিয়ার রহমান এর সভাপত্বিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন,স্থানীয় ইউপি সদস্য কৃষক ফোরামের সভাপতি জনাব মোঃ শহরআলী, কৃষি কর্মকর্তা ফিরোজ বুলবুলসহ কৃষক ফোরামের সদস্য বৃন্দ।