খােলা বাজার২৪।। শুক্রবার, ১০ মার্চ ২০১৭: টাঙ্গাইলের সখীপুর আবাসিক মহিলা কলেজে প্রাক্তন ছাত্রী পুনর্মিলন ও নবীনবরণ উৎসব হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় প্রাক্তন ও বর্তমান ছাত্রীদের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কলেজ চত্বর থেকে বের হয়ে সখীপুর বাজার ও পৌরসভার কয়েকটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ চত্বরে এসে প্রাক্তন ছাত্রীরা স্মৃতিচারণ করে। এর আগে সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করেন কলেজ স্থানীয় সাংসদ অনুপম শাহজাহান জয়।
বিকেল চারটায় কলেজ চত্বরে মেধাভিত্তিক ছাত্রী সংসদ আয়োজিত আলোচনা সভায় গভর্নিংবডির সভাপতি ও স্থানীয় সাংসদ অনুপম শাহজাহান জয়ের সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। এছাড়া আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি কুতুব উদ্দিন, ইউএনও মৌসুমী সরকার রাখী, ওসি মাকছুদুল আলম, অধ্যক্ষ রেনুবর রহমান, ছাত্রী সংসদের ভিপি রিনথিয়া আক্তার প্রমুখ। এর আগে ওই আলোচনা মঞ্চে নবীন ছাত্রীদের ফুলে ফুলে বরণ করে নেওয়া হয়।
সন্ধ্যায় দেশবরেণ্য কন্ঠ শিল্পী আরেফিন রুমির পরিবেশনা রাত সাড়ে আটটা পর্যন্ত দর্শক-শ্রোতাদের মন মাতিয়ে রাখে। এ সময় পুনর্মিলন ও নবীনবরণ উৎসব মিলন মেলায় পরিণত হয়। উৎসবে পাঁচ হাজার প্রাক্তন ও বর্তমান ছাত্রী অংশ নেয়।
উল্লেখ্য, সখীপুর আবাসিক মহিলা কলেজটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। কলেজটিতে ১০ বিষয়ে অনার্স খোলা হয়েছে। বর্তমান ছাত্রী সংখ্যা প্রায় তিন হাজার। নারী শিক্ষায় এ কলেজটি টাঙ্গাইলে সেরা স্থানে রয়েছে।