Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শুক্রবার, ১০ মার্চ ২০১৭:  35ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকাবার্গ ফের বাবা হচ্ছেন। এবারও জাকারবার্গ-প্রিসিলা চ্যান দম্পতির ঘর আলো করে আসছে কন্যা সন্তান।

শুক্রবার ভোরে জনপ্রিয় সোশ্যাল যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পেজে জাকারবার্গ সবার সঙ্গে এ খুশির খবর ভাগাভাগি করেন।
তিনি লেখেন, ‘প্রিসিলা এবং আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আবারও আমাদের ঘর আলো করে কন্যা সন্তান আসছে।’

তিনি আরও লেখেন, ‘ম্যাক্স আসার আগে আমাদের কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে। এক পর্যায়ে আমরা সন্তানের আশা ছেড়েই দিয়েছিলাম। এরপর প্রিসিলা আবার যখন অন্তঃস্বত্তা হল, আমরা চেয়েছিলাম যে পৃথিবীতে আসছে সে যেন সুস্থ থাকে। এরপর জানতে পারলাম আমাদের মেয়ে হবে। এখন ভাবছি, এর চেয়ে বড় উপহার আর হতে পারে না। আমাদের ম্যাক্স বোন পাচ্ছে এবং আমি ম্যাক্স ও নতুন মেয়েকে নিয়ে খুবই খুশি।’

মেয়ে ম্যাক্স জন্মের আগে প্রিসিলা চ্যানের তিনবার সন্তান নষ্ট হয়ে যায়। বর্তমানে ম্যাক্সের বয়স ১৫ মাস। ২০১৫ সালে নভেম্বরে মেয়ে পৃথিবীর আলো দেখার পর জাকারবার্গ-প্রিসিলা দম্পতি ফেসবুকের ৯৯ শতাংশ সম্পত্তি অনাগত শিশুদের কল্যাণে ব্যয়ের ঘোষণা দেন।

অনিরাময়যোগ্য রোগের চিকিৎসায় সহায়তার অংশ হিসেবে কয়েক বছর আগে কানাডার একটি প্রতিষ্ঠানের সঙ্গে এই দম্পতি একটি দাতব্য সংস্থা চালু করেন। গত বছর তারা ৩ বিলিয়ন ডলার দান করেন