Fri. Sep 19th, 2025
Advertisements

4খােলা বাজার২৪।। রবিবার, ১২ই মার্চ ২০১৭:  গ্যালাক্সি নোট ৭ এর ভরা ডুবির পরেও ২০১৬ সালে সবচেয়ে বেশি স্মার্টফোন বিক্রি করেছে দক্ষিণ কোরিয়ান স্মার্টফোন নির্মাতা স্যামসাং। ৩০৯ দশমিক ৪ মিলিয়ন ইউনিট ফোন বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। তবে মুনাফায় পিছিয়ে রয়েছে স্যামসাং। জরিপ বিষয়ক প্রতিষ্ঠান স্ট্যাটেজি অ্যানালেটিকের তথ্যে উঠে এসেছে এই চিত্র। ফোন বিক্রির দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে মার্কিন প্রতিষ্ঠান অ্যাপল।
গত বছর ২১৫ দশমিক ৪ মিলিয়ন আইফোন বিক্রি করে প্রতিষ্ঠানটি। ১৩৮ দশমিক ৮ মিলিয়ন ফোন বিক্রি করে তৃতীয় অবস্থানে রয়েছে হুয়াওয়ে। ৪৬ দশমিক ৪ মিলিয়ন ইউনিট ফোন বিক্রি করে এরপর রয়েছে চীনের অ্যাপল খ্যাত শাওমি। এদিকে অপ্পো ৮৪ দশমিক ৬ মিলিয়ন, ভিভো ৭১ দশমিক ৯ মিলিয়ন ইউনিট স্মার্টফোন বিক্রি করেছে। দ্বিতীয় অবস্থানে থাকলেও মুনাফায় শীর্ষে রয়েছে অ্যাপল। গেল বছর বিশ্ব ফোনের বাজারের প্রায় ৮০ শতাংশ মুনাফা অর্জন করেছে অ্যাপল। যা ৫৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার। স্মার্টফোন বিক্রি করে একই সময়ে স্যামসাং আয় করেছে মাত্র ৮ দশমিক ৩ বিলিয়ন।