Wed. Sep 17th, 2025
Advertisements

24খােলা বাজার২৪।। রবিবার, ১২ই মার্চ ২০১৭:  দিনাজপুর সদর উপজেলায় চাঁদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাই স্কুলটির ভবন ভেঙ্গে পড়ে গর্ভেশ্বরী নদীতে বিলীন হয়ে যেতে পারে।
জানা গেছে, দিনাজপুর সদর উপজেলার চাঁদগঞ্জ এ.এস.এস হাই স্কুল ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়। ২০১২ সালে স্কুল এন্ড কলেজে রূপান্তরিত হয়। বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা সাড়ে ১১’শ জন ও প্রাথমিক বিদ্যালয়ে ৫৮০ জন। স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহ্জাহান চৌধুরী জানান, স্কুলের পার্শ্ব দিয়ে বয়ে যাওয়া গর্ভেশ্বরী নদী বর্ষা মৌসুমে ভরাট হলে সেই পানি খালে প্রবেশ করে। এর ফলে প্রতি বছর খালটি ভাঙ্গতে ভাঙ্গতে স্কুলের গায়ে এসে ভিড়েছে। আসন্ন বর্ষা মৌসুমে হাই স্কুল ও প্রাথমিক বিদ্যালয়ের ভবন রক্ষা করতে হলে নিচু জমিটি ভরাট অতীব জরুরী হয়ে পড়েছে। ইতিমধ্যে ভবন দুটি ঝুঁকির মুখে দাঁড়িয়ে আছে।
স্কুল কমিটির সভাপতি সমাজ সেবক মোঃ আজগর আলী জানান, প্রাইমারী ও হাই স্কুল ভবন ধসে ছাত্রছাত্রীর জীবন নাশের সম্ভাবনার বিষয়টি পরিদর্শন করে ইতিমধ্যে এলজিইডি সদর দিনাজপুর সার্ভেয়ার দ্বারা গর্তটি ভরাট এর জন্য প্রাক্কলন ব্যয় হিসাবে ২০ লক্ষ টাকা ইষ্টিমেট করেছে। তিনি জানান, বর্ষা মৌসুমের আগে খালটিতে যেন গর্ভেশ্বরী নদীর পানি প্রবেশ করতে না পারে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন