খােলা বাজার২৪।। সোমবার, ১৩ মার্চ ২০১৭: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আবু হেনা মোস্তফা জামালকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ।
সিন্ডিকেট সভার সিদ্ধান্তের বিরুদ্ধে শিক্ষার্থীদের পক্ষ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় আবু হেনা মোস্তফা জামালকে এই নোটিশ দেওয়া হয়েছে।
রবিবার রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্টার বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্টার এস এম আব্দুল লতিফ বলেন, “চলতি শিক্ষাবর্ষে ‘এফ’ ইউনিটে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সিন্ডিকেটে সভায় আগামী ১৬মার্চ পুনরায় পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইউনিট সমন্বয়কারী ও গণিত বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক নুরুল ইসলাম সহ ছয় জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে সিন্ডিকেট সভা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে গত ৭মার্চ সহকারী অধ্যাপক আবু হেনা মোস্তফা জামাল তার ফেসবুক থেকে বিশ্ববিদ্যালয় আইন পরিপন্থী স্ট্যাটাস দেয়। এই ঘটনায় আগামী ১৫কার্যদিবসের মধ্যে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।”
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভার ওই সিদ্ধান্ত অমানবিক ও অপরিপক্ব বলে দাবি করেছেন আবু হেনা মোস্তফা জামাল।