Fri. Sep 19th, 2025
Advertisements

60খােলা বাজার২৪।। সোমবার, ১৩ মার্চ ২০১৭: ধীরে ধীরে বদলে যাচ্ছে পাকিস্তান। এখানে মুসলিমদের যেমন অধিকার, হিন্দুদেরও তেমনই অধিকার। হোলির শুভেচ্ছা জানাতে গিয়ে এভাবেই হিন্দুদের পাশে দাঁড়ালেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
তার কথায়, ‘‌হিন্দুদের ধর্মীয় ও রাজনৈতিক অধিকার রক্ষা করা সরকারের দায়িত্ব। শুধু ধর্মের ভিত্তিতে যেন কেউ বঞ্চিত না হয়, সেদিকে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। চাকরি বা অন্যান্য ক্ষেত্রেও একজন হিন্দু বঞ্চিত হবে না।’‌

পাকিস্তানের প্রধানমন্ত্রীর দাবি, আগের পাকিস্তান আর এখনকার পাকিস্তানের অনেক তফাত। আস্তে আস্তে সমাজটা বদলাচ্ছে। জীবনে শান্তি ফিরে আসছে। এই শান্তির আবহকে আরও প্রসারিত করতে হবে। সবাইকে মিলেমিশে থাকতে হবে।
তিনি আরো জানান, মনে রাখতে হবে, এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে একজন মুসলিমের সঙ্গে একজন হিন্দুরও অবদান রয়েছে। শুধু তাই নয়, জঙ্গিদের হাতে একজন মুসলিম যেমন প্রাণ দেয়, তেমনি হিন্দুকেও প্রাণ দিতে হয়। তাই ধর্মের নামে কোনও ভেদাভেদ থাকা উচিত নয়। সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তানকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে।