Fri. Sep 19th, 2025
Advertisements

13খােলা বাজার২৪।। মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭: কয়েকদিন ধরে ব্যাট হাতে ছন্দে না থাকায় মুমিনুলকে কলম্বো টেস্টের একাদশে রাখা নাও হতে পারে। বিসিবির একটি সূত্র জানায়, সবশেষ ছয় ইনিংসে মাত্র একটি ফিফটি মুমিনুলের। যে কারণে লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মুমিনুলের জায়গা হারানোটা প্রায় নিশ্চিত।
পরিসংখ্যান থেকে দেখা যায় ডানহাতি ব্যাটসম্যান মুমিনুলের সবশেষ তিন টেস্টের ছয় ইনিংস ছিল এমন-২৩, ৬৪, ২৭, ১২, ৫, এবং ৭।

এদিকে একাদশে ফিরতে পারেন ইমরুল কায়েস। এরইমধ্যে তিনি দ্বিতীয় টেস্ট স্কোয়াডে নাম লেখান। ১১ জনের একজন হিসেবে দলে ফিরছেন সাব্বির রহমানও। তাছাড়া বোলিং বিভাগেও আসতে পারে একটি পরিবর্তন। সেক্ষেত্রে শুভাষিস রায়ের পরিবর্তে একাদশে ঢোকার সম্ভাবনা রয়েছে তাইজুল ইসলামের।