Fri. Sep 19th, 2025
Advertisements

22খােলা বাজার২৪।। মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭: কুমিল্লা জেলার ময়নামতি হাইওয়ে থানার সামনে একটি বোমার বিস্ফোরণ ঘটেছে। অপর একটি বোমা ঘটনাস্থলে পাওয়া গেছে। তবে কারা ওই বোমার বিস্ফোরণ ঘটিয়েছে তা তাক্ষণিকভাবে পুলিশ নিশ্চিত হতে পারেনি।
গতকাল সোমবার রাত সোয়া ৯টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের আমতলী এলাকায় অবস্থিত ময়নামতি হাইওয়ে থানার সামনে পুকুরের পাড়ে বোমাটি বিস্ফোরিত হয়। খবর পেয়ে জেলা পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ সুপারসহ ডিবির একটি টিম ঘটনাস্থলে পৌছে।

হাইওয়ে পুলিশ জানায়, রাত সোয়া ৯ টার দিকে থানার সামনে পুকুর পাড়ে হঠাৎ বিকট শব্দে বোমার বিস্ফোরন ঘটে। এ সময় সেখানে থাকা পুলিশ সদস্য ও পথচারীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ পাশে আরও একটি বোমা দেখতে পায়।
রাতে ঘটনাস্থল থেকে রাত ১০টায় মুঠো ফোনে কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন জানান, একটি বোমার বিস্ফোরন ঘটেছে, আরও একটি বোমা ঘটনাস্থলে রয়েছে, রাতের মধ্যেই বোমা বিশেষজ্ঞ টিম ঘটনাস্থলে আসার পর বোমাটি নিস্ক্রিয় করা হবে