Wed. Sep 17th, 2025
Advertisements

67খােলা বাজার২৪।। মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭: ঠাকুরগাঁওয়ে বিভিন্ন মামলায় আটক কৃত অবৈধ মালামাল ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক সুকান্ত সাহার উপস্থিতিতে আদালত চত্বরে ১১০বোতল ফেন্সিডিল,২৯১পিচ ইয়াবা, ৯লিটার চোলাই মদ, অশ্লীল ছবির সিডি ও সিনেমা হলের রিল সহ প্রায় আড়াই লক্ষ টাকার অবৈধ মালামাল ধ্বংস করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন,ঠাকুরগাঁও সদর কোর্টের পুলিশ পরিদর্শক তানভিরুল ইসলাম,সিনিয়র সিএসআই একেএম মঈন উদ্দীন,মালখানা অফিসার সিএসআই সুভাষ চন্দ্র সহ অন্যান্য অফিসার ও ফোর্স গণ।

সিএসআই মঈন জানান, ধ্বংসকৃত অবৈধ আলামতের মূল্য আনুমানিক আড়াই লক্ষ টাকা।