খােলা বাজার২৪।। বুধবার, ১৫মার্চ ২০১৭: মাহফুজ মুন্না, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের দুই শিক্ষার্থীকে স্থানীয়দের মারধরের প্রতিবাদে দ্বিতীয় দিনের মত মানববন্ধন করেছে বিশ্বাবদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বুধবার বেলা সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন করে তারা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়েই স্থানীয়দের কোনো প্রভাব দেখা যায় না। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ই একমাত্র ব্যতিক্রম যেখানে স্থানীয়রা ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে হয়রানি ও নির্যাতন করছে। যেসব স্থানীয় নরপশুরা এধরনের ঘটনা ঘটাচ্ছে আমরা তাদের দৃষ্টান্তমুলক শাস্তি চাই ।
তারা আরো বলেন, আজ তারা ছাত্রদের নির্যাতন করছে কাল তারা ছাত্রীদের নির্যাতন করবে এটা আমরা মেনে নিতে পারি না। আমরা দেখেছি এ ঘটনার আগেও অনেক শিক্ষার্থী স্থানীয়দের কাছে নির্যাতিত হয়েছে কিন্তু কোনো বিচার হয়নি। আমরা এখানে এসেছি লেখাপড়া করতে, আমাদের দেখভাল করার দায়িত্ব প্রশাসনের কিন্তু তারা নির্বিকার। ক্যাম্পাসে এরকম মারধর করে টাকা-পয়সা, মোবাইল, ল্যাপটপসহ মূল্যবান জিনিস কেড়ে নিয়েছে স্থানীয়রা, এমনকি হত্যার ঘটনা ঘটলেও আমরা কোন সুষ্ঠু বিচার পায়নি।
প্রসঙ্গত, পলাশ ও সুজন নামের ঐ দুই শিক্ষার্থী রাত ৯টার দিকে মির্জাপুর থেকে বিনোদপুরে আসছিলেন। এসময় নেশাগ্রস্ত অবস্থায় স্থানীয় যুবলীগের কার্যালয় থেকে কয়েকজন নেতা-কর্মী বের হয়ে কোন কারণ ছাড়াই তাদের বেধড়ক চড়-থাপ্পর ও কিল-ঘুষি দিতে থাকে। এরপর তাদের উদ্ধার করতে আরও কয়েকজন শিক্ষার্থী সেখানে গেলে তাদের কাছ থেকে মোবাইল কেড়ে নিয়ে দেশীয় অস্ত্র দেখিয়ে ধাওয়া করে যুবলীগের নেতা-কর্মীরা।