Thu. Sep 18th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। বুধবার, ১৫মার্চ ২০১৭: 53দিনাজপুরের বোচাগঞ্জে পীরের মাজারে পীরসহ জোড়া হত্যাকান্ডের ঘটনায় কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে আর এক পীর ইসাহাক আলীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, বুধবার ভোররাতে ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাঁশজানি গ্রামের আস্তানা সংলগ্ন বাড়ি থেকে পীর ইসাহাক আলী(৬০)কে আটক করে ভুরুঙ্গামারী থানা পুলিশ।আটকের পর রাতেই তাকে কুড়িগ্রাম থানায় নিয়ে আসা হয়। বুধবার দুপুর আড়াইটায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য দিনাজপুরে পাঠানো হয়েছে। ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) তাপস চন্দ্র পন্ডিত জানান,গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টার দিকে উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাঁশজানি এলাকায় পীরের আস্তানা সংলগ্ন বাড়ী থেকে পীর ইসাহাক আলীকে আটক করা হয়।পরে তাকে কুড়িগ্রাম সদর থানায় পাঠানো হয়। কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ আব্দুস সোবহান জানান,আটককৃত ইসাহাক আলীকে বোচাগঞ্জের পীরের মাজারের হত্যাকান্ডের ঘটনায় দিনাজপুরে জিজ্ঞাসাবাদের জন্য পাঠানো হয়েছে।