Mon. Sep 15th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। বুধবার, ১৫মার্চ ২০১৭: 60গোপাল চন্দ্র দে,ভোলা : ভোলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০১৭ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৫ মার্চ (বুধবার) সকালে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর,ভোলা এর আয়োজনে দিবসটি পালিত হয়। এময় র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে ভোক্তা অধিকার আইন-২০০৯ সংরক্ষন সম্পর্কিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিল অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল হালিম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিল ভোক্তা অধিকার কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হাসান। এসময় বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হোসনেয়ারা চিনু, ভোলা জেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ, ক্যাব ভোলা জেলা সভাপতি সোলায়মান প্রমুখ।

এময় বক্তারা বলেন আইনটির যথাযথ প্রয়োগ হচ্ছেনা বাজার মান নিয়ন্ত্রন হচ্ছেনা কেমিক্যাল যুক্ত খাবার পাওয়া যাচ্ছে যা খেয়ে সাধারন মানুষ অসুস্থ হয়ে পড়ছে তাছাড়া বাজারে মূল্য তালিকা তৈরী হচ্ছেনা যাতে মানুষ হয়রানির শিকার হচ্ছে। আইনটির যথাযথ প্রয়োগ ও প্রচার এর মাধ্যমে মানুষকে এসম্পর্কে অবহিত করা প্রয়োজন।